একটি রাত্রিকালীন খনন

একটি রাত্রিকালীন খনন

লেখা : সঞ্চালিকা আচার্য

বুকের ভিতর জল ও সময়, যা কিছু গড়িয়ে যায়-
শোকের বার্তা ছড়িয়ে এক রাশ।
দিন ও রাত্রে ভুলের অনুপ্রাস,
হঠাৎ কখনো গ্রহণ-লগ্নে ছায়ার উপমা পায়।

নির্জনতায় শুনেছো কখনো গভীরের মনোটনি?
সূক্ষ্ম হিংসা ফেলছে বিষ শ্বাস।
সব হারিয়েও আঁকড়ানো বিশ্বাস।
প্রতিদিন শুধু কুঁকড়ে গিয়েছি, তবুও এখনো শুনি-

চাঁদের নীচের নগ্ন জটলা, বৃদ্ধ শ্বাপদী স্বর।
প্রথা-অভ্যাস পাঁজরে ছড়িয়ে ত্রাস,
বিন্দু বিন্দু সুচেতনা ক’রে গ্রাস।
সব মরে যায়, বেঁচে থাকে এক নির্বোধ ঈশ্বর।।

Author: admin_plipi