নির্জনতা

লেখা – নিরালা রায় ।। ছবি – নিকলাস

নির্জনতা,তুমি শব্দহীন, নিরালা;
তুমি শান্ত সমাহিত।
অসহায় অবক্ষয়িত এই আমাকে
তুমি করে দাও লড়াই করবার নিশ্চিন্ত অবকাশ।
উগ্র বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে
যখন আমার চিন্তন, চেতনা, কল্পনা, স্বপ্ন হয়ে যায় এলোমেলো
তখনই আলু-থালু আমি তোমাকে খুঁজি
বারান্দার কোণে, চিলেকোঠার ঘরে,
কিংবা গ্রীষ্মের কোনো নির্জন দুপুরে।

তোমার হিম-শীতল শান্ত অবয়ব আমাকে স্পর্শ করে;
মমতা ভরা এক গভীর প্রশান্তি
ছুঁয়ে যায় আমাকে।
আমার মস্তকে কপালে চিবুকে হাত বুলিয়ে দেয়।
নতুন এক ভালো-লাগা আবিষ্ট করে আমাকে;
জাগ্রত হয় আমার আত্মবিশ্বাস চেতনা-
নতুন ভাবে আবিষ্কার করি নিজেকে,
নিজের ভাল-লাগাকে ভালবাসাকে-
উপলব্ধি করি জীবনকে, জীবনের মূল্যবোধগুলিকে।

নির্জনতা, তুমি সত্য, তাই তুমি সুন্দর।
পলে পলে তুমি গড়ে তোলো মনকে-
তোমাকে ঘিরেই চলে ভাঙা-গড়ার খেলা,
সাহিত্যিকের সাহিত্য-সৃষ্টি কিংবা
কবির কল্পনার জাল বোনা।
তোমার কোলে বসেই শিল্পীরা
ফ্রেম-বন্দী করেন বিশ্বপ্রকৃতির লীলা।
নির্জনতা! তুমি শক্তি, তুমি আমার ভালো-লাগা।।

Author: admin_plipi