পরিযায়ী

Porijayi-parthasarathidas-nicilas-pandulipi-bengali-poem-covid-corona

[জীবনানন্দ দাসের ‘বনলতা সেন’ কে মনে রেখে ]

লেখা : পার্থ সারথি দাস

ছবি: নিকোলাস

হাজার বছর নয়,
হাজার মাইল চলেছি আমি,
অন্ধকার, নিঃশব্দ নগরীর পথ ধরে।

ইঁট-কাঠ-পাথরের নিষ্প্রাণ শহরে,
মৃত্যু দিয়েছে হানা।
ফিরে যেতে হবে নিজ গৃহে।
আমারই রক্তে ঘামে গড়ে ওঠা তোমাদের রঙিন শহরে ব্রাত্য আমি আজ।
পেয়েছি নতুন নাম,
নিজদেশে ‘পরিযায়ী’ আমি।


এখনো অনেক পথ পার হতে হবে।

চারিদিকে হাজার ‘আমি’র ভিড়ে পথ হারিয়েছি।
দুদন্ড শান্তি নয়, দুমুঠো অন্ন চাই,

চাইনা স্তব্ধ হোক এই পথচলা।

দারুচিনি দ্বীপে নয়,
ঝড়ের দাপটে ভেঙে যাওয়া পর্ন কুটিরে –
সে আছে অপেক্ষা করে,
যার পরনে জীর্ণ শাড়ি কপালে সিঁদুর।

Author: admin_plipi