সত্যিই কি?

সত্যিই কি? II টিঙ্কু কর্মকার

যে জীবন হারিয়ে গেল ক’দিন ঠিক আগেই
তার মধ‍্যের স্মৃতিগুলো জীবন্ত বন‍্যায় ভাসে!
আগের ভাবনা, পরের চিন্তা আর সাহসের জোগাড়…
খুঁজছি শুধু মনে মনে, পার হতে চাই সমস‍্যার কালাপাহাড়।
সাহায‍্যের হাত বাড়াতে চাই যে মন…
বাস্তবের সময়, চাইছে অন্ন সারাক্ষণ।
ধৈর্য্যের বাঁধ মনুষ‍্যত্বের সাধ হারাতে চলেছে পথ,
কি হয়, কি হয়, এই ভাবনায় অবরুদ্ধ কালের রথ!
বিভীষিকাময় দিন রাত্রির মাধুর্য্য হল যে ম্লান,
আড়ম্বরের মুখোশে ঢাকা, কলা-কৌশল হচ্ছে যে খান খান।
দুরন্ত সময় দেয় না তো অবকাশ একটু ভাবার,
পলকে পলকে বর্তমান হয়ে যায় অতীত আর ভবিষ‍্যতে একাকার!
নতুন পদক্ষেপের বার্তা পাচ্ছি, ঐ কল কাকলির সুরে,
দূষণ মুক্ত বাতাস দিচ্ছে অক্সিজেন প্রাণ ভরে।
তবু যে নয় শক্ত, এ অসমর্থ চলমান রীতিনীতি,
প্রতিনিয়তই ভাবছি আমি, আমরা সত‍্যিই কি উৎকৃষ্ট জাতি?

Author: admin_plipi