অন্বেষণ

 

 

একটি বাঁকের মুখে দাঁড়িয়ে ভাবছি-

কোথায় গিয়ে শেষ হবে এই পথ,

সামনে কি আছে অপেক্ষায় কোনো বিপদ!

আলো-আঁধারে জীবন অজানা আশঙ্কায়,

পায়ে-পায়ে চলেছি জীবনের সীমারেখায়,

যেখানে দাঁড়িয়ে, অজস্র শিকড় পায়ের নিচে-

একটা ছাড়ালে আরেকটা যায় জড়িয়ে।

এই জনহীন পথ ছিল না আমার জন্যে,

তবুও অতিক্রান্ত সময়কে দিয়েছি জীবন মেপে,

সব বাধা পেরিয়ে চলেছি সূর্যের খোঁজে,

যেখানে থাকবে না পাপ-মোহ-মায়া,

নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে শুচি-শুদ্ধ করা।

সময় এসেছে নিজেকে নিঃস্ব-রিক্ত করব এখন,

জন্ম থেকে জন্মান্তর ধরে করছি

আলোর অন্বেষণ।

 

 

 

কলমে – শুচিতা

ছবি – অরিজিৎ

Author: admin_plipi