সম্পর্ক

 

 

আশ্চর্য !

সম্পর্ক টা টিকেই গেল !

 

মেয়েটা কালো, ছেলেটা ফর্সা-

মেয়েটা কেরানি, ছেলেটা অফিসার-

মেয়েটা চঞ্চল, ছেলেটা শান্ত-ধীর-

মেয়েটা  মধ্যবিত্ত, ছেলেটার ঘর বড়ো।

কেমন করে চোখে ধরলো মেয়েকে।  প্রস্তাব এল বিয়ের।

 

বিয়ে হল।

পালটাল কিছু কিছু ,

ছেলেটা  বিরক্ত, মেয়েটা ঝগড়ুটে –

ছেলেটা গোছানো, মেয়েটা ওলটপালট –

ছেলেটা সময়ে ঘুম, মেয়েটা রাত  জাগা –

ছেলেটা গালগোল-চকচকে, মেয়েটার চোখে কালি  –

 

বনল না।

ডিভোর্সের ফর্ম এলো ঘরে , সঙ্গে প্রেগন্যান্সি রিপোর্ট-

ছেলেটা স্থির – স্থির – স্থির।

প্রেগন্যান্সি  নয় , ছিঁড়লো ডিভোর্স ফর্ম।

 

বাচ্চা হল ।

রুগ্ন-শীর্ণ –

সারারাত এককাতে শুয়ে ঘুমায়-

দুধ খায় না –

হাত-পা ছোড়ে না-

বাচ্চা চলে গেলো ভেন্টিলেশনে।

 

ছেলেটা ভাবলো একটু। আনল ডিভোর্স ফর্ম ,

মেয়েটা ডুকরে কেঁদে উঠলো।

বাচ্চাটি  শিউরে উঠে নড়ে।

 

নাহ , সম্পর্কটা টিকেই গেলো।

 

 

লেখাঃ চৈতালী

ছবিঃ অনন্যা

 

Somporko  |     Chaitali     |    Ananya    |     www.pandulipi.net     |    Emotional     |   Golpika     |     Bengali    |    Poem

Author: admin_plipi