Pandulipiর আদ্যোপান্ত

 

প্রত্যেক গল্প বা কবিতা পড়লেই যেমন অজান্তেই মনের ভেতর একটা ছবি ভেসে ওঠে তেমনই প্রতিটা ছবিরই আছে নিজস্ব একটা করে গল্প। আরো একটু গভীর ভাবে ভাবলে উল্টাতে হবে ইতিহাসের পাতা, খুঁজতে হবে শিলালিপি অথবা প্রাচীন হরফ। কিছু অক্ষর আর কিছু ছবি দিয়েই দিব্বি চলত ভাবের আদানপ্রদান, সহজে,সানন্দে। ইতিহাস যেমন সদাপ্রবহমান তেমনি অলিখিত নিয়মে সে ফিরে ফিরে আসে বারংবার।
পাণ্ডুলিপি ঘটিয়েছে সেই ইতিহাসের পুনরাবৃত্তি। অনুক্ষণ মেলবন্ধন শব্দ আর ছবির, পাণ্ডুলিপির পরতে পরতে। হাজার ব্যাস্ততার মাঝেও এক নিমেষে দেখে নেওয়া এক আকাশ শব্দ আর ছবির রঙিন বুনট। কুশলী দীরঘাঙ্গী সাহিত্যশিল্প নয়, পাণ্ডুলিপির গর্ভে জন্ম শব্দ আর ছবির নতুন ছোট্ট এক রূপকথার।