উত্তরণ

Uttoran-bengali-poem-by-pankaj-ghosh-at-pandulipi.net

লিখেছেন: পঙ্কজ ঘোষ
প্রচ্ছদ: শহিদুল আলম

মনখারাপগুলো থিতিয়ে পড়েছে কিছুটা,
কাল ও পরশু নামবে কিছুটা আরো,
হঠাৎই একদিন না জানিয়ে
মিশে যাবে রক্তের প্রবাহে।
কখনো বা ফিরে আসবে
একলা মুহূর্তে দোসর হয়ে,
কিংবা ভিড়ের মাঝে একলা করতে,
কিংবা হয়ে যাবে খোয়া যাওয়া হাওয়া।
পথ ভুলে যাওয়াটাও জীবনের নাম,
আরেকটি পথের খোঁজে
পুরোনো পথ ভোলাটাই সহজ ও স্বাভাবিক।

Author: admin_plipi