ভালোবাসা

ভালোবাসা ।। জয়দেব ভট্টাচার্য ।। প্রচ্ছদ – নিকোলাস

ভালবাসা কী!
সারাদিন নানা স্বরে ভালবাসা ভালবাসা,
ভালোবাসার শোরগোল
ভালবাসা কী এক মিথ।
যুক্তিহীন আবেগে বয়ে যাওয়া
মানুষকে মানুষের সঙ্গে জুড়ে রাখার চেষ্টা,
এ ই আরকে ডুবে থাকা এক মোহ
শান্তি সুখ আনন্দে ভাসার ভেলা ভালবাসা।

ছোটো ছোটো সুখ,
মুহূর্তে মুহূর্তে ভালোলাগা,
সারা মনে জুড়ে থাকা অন্য এক মুখ,
যার কষ্টে তীব্র কষ্ট পাওয়া
কাজের মাঝে ভিতরে ভিতরে ছটফটানি,
অপেক্ষা করা
কখন তার দেখা পাওয়া,
জানলায় দাঁড়িয়ে থাকা মুখ
স্নানের পর ছাদে কাপড় মেলতে আসা
সমগ্র শরীর নিয়ে বাধাহীন কল্পনা,
বর্ষন ক্লান্ত মেঘলা দিনে ইচ্ছে
এক সাথে অনেক পথ হেঁটে যাওয়া।


অধরে অধর স্পর্শ
সারা শরীরেবিদ্যুতের ঝলক অসুখের নিরাময়
কষ্টের ভাবনাগুলো থাকে চাপা
নাম না জানা ফুলের সুবাস চারপাশ
খাঁচা ছাড়া ডানা মেলা পাখি
অনন্ত আকাশের স্বাদ
স্বপ্নে ভাসার বাধাহীন স্বাধীনতা।

সময় পরিস্থিতির ধাক্কায়
ভালবাসা-খেলনা ভেঙে হয় তছনছ,
যার কষ্টে দুঃখ পেতে সেই হয় কষ্টের কারণ,
দুঃখ কষ্টের উৎস, ভালোবাসার তীব্রতা।

ভালবেসো না, মোহে আসক্ত হোয়ো না
এক সময় মনে হতে পারে ফাঁস
ভালবাসা-বিচ্ছেদ যা অনিবার্য
তা দেয় কষ্ট আর কান্না।

ব্যর্থতার গ্লানিতে পাশবালিশ জড়িয়ে ধরা
যন্ত্রণা বুকে নিয়ে চোখের জল মোছা,
দিনের আলোয় মুখে থাকে মুক্তির উদ্ভাস
নিভৃত অন্ধকারে ঘুমহীন রাতে
স্বপ্নগুলো আলেয়ার মতো ছুটোছুটি করে
কারো বালিশ ভেজে, কেউ হয় হালকা
আনন্দের স্মৃতিগুলো আঁকড়ে ধরে,
তবু মোহ যায় না ভালবাসার।

Author: admin_plipi