
খুশি
লেখা – কেকা মল্লিক
ছবি : সুমন ধর
একগোছা ফুল শখের ফুলদানিতে প্রেম ভালোবাসা উর্যা ধরতে পরিষ্কার জলে চুবিয়ে রাখো। তারপরও তার পাশে বসে ঠোঁট চোখ মুখ আঁকো খুশি বোঝাতে। বাহারি পোষাকে রাস্তায় বের হও। নিয়নের আলোয় ধুয়ে নাও শরীর, রঙিন মদে অন্তর খুশি নয় আনন্দ চাও বুঝি!
এরপর গভীর রাতে ঘরে ফিরে স্বপ্নের জগতে ভাসো, হাসো তুমি পাহাড়ের বুকে ফুলের বন্যায়। তোমার প্রেম পায়, প্রেমিক পাওনা তুমি। হারিয়ে যাও সমুদ্রপথে বা আকাশের বুকে মেঘের উপর। রোদ চুমু দেয়, পর্দা দাও নি যে কাল নেশার ঘোরে!
ঘুম ভাঙে, বিষন্নতা ঘিরে ধরে তোমায়। স্নান সেরে আয়নার সামনে নিজেকে তুলে ধরো। চোখ পড়ে ফুলদানিতে। ঝরা বাসিফুল। কি লাভ ফুল কিনে ঘরে রেখে, প্রশ্ন করে ভিতরমন। অহং বলে খুশি কিনেছি গো, খুশি!
khub valo chhobi o lekha
khub valo chhobi o lekha. keep it up.
আলত চালে মন দুলে গেল। দারুন
সুমন বাবু আপনার ছবিটির প্রশংসা না করে পারছি না। ম্যাক্রো shot অসাধরণ। লেখাটিও দারুন।
Cute choto lekha
Nice. But khub bastob. Asolei ki amra khushi?
Khusi, satisfaction, Recreation ek noy. Amra vule gechi. Na paoar shukh vulte jekono ekta diye kaj chalai.
😣 we pretend to be happy. But we are not. It’s our bad luck that we don’t realize that haplines can be cheap than what we think.