শেষ চুম্বন
লেখা : নিরালা রায় II ছবি: জয়দেব ভট্টাচার্য
আজও বারান্দায় এসে
দাঁড়ালো শিশুটি।
দু’চোখে গভীর শূন্যতা
মা-হারা পক্ষী শাবকের মত।
দু’গালে নোনা জলের ধারা;
গভীর সমুদ্রে ভাসমান চোখ
মায়ের প্রতীক্ষায়।
চারিদিকে মৃত্যুর হানাদারিত্ব।
মারণ-রোগীদের সেবা-কাজে
নিযুক্ত মা।
অনেক দিন বাড়ী ফিরতে পারে নি ।
তারপর কেটে গেছে অনেক দিন…
প্রতিদিনই শিশুটির আকুল চাহনি
বারান্দায় এসে থেমে যায়।
এক একটি মুহূর্ত যেন
এক একটি অচল পাহাড়।
সেদিন কপালে শেষ চুম্বন
এঁকে চলে যায় মা।
আধো-হাসি আধো কান্না-ভেজা চোখে, ফুলের পাপড়ির মত হাত দুটি
টা-টা দিতে দিতে থেমে যায়।
তারপর, তারপর…
অসহায় ,নিষ্পাপ শিশু,
ফুলের মত কচি মুখ
অনিশ্চিত অন্ধকারে
ভেসে যায়…
মা আর ফেরে না…।