লেখা: পার্থ সারথি দাস
প্রচ্ছদ : শান্তনু দাস
I can’t breath
সভ্যতা তুমি কি শুনছো?
আমি জর্জ ফ্লয়েড, আমেরিকার কালো মানুষ।
তোমার হাঁটুর নীচে অবরুদ্ধ আমার কন্ঠ,
আমার দম বন্ধ হয়ে আসছে,
আমি নিঃশ্বাস নিতে পারছি না।
আমি আফরাম,
তোমার অনামিকার উজ্জ্বল হীরেটা আমিই তুলে এনেছিলাম তোমার জন্য।
তুমি কি জানো, তোমারই জন্য আমার বুকে আজ বাসা বেঁধেছে ক্ষয়?
আমার দম বন্ধ হয়ে আসছে
আমি নিঃশ্বাস নিতে পারছি না।
আমি জোয়াও
আমাজনের গহীন অরণ্যে আমার অধিকার।
হে সভ্যতা,
তোমার লোভের আগুনে
সে আজ ছারখার।
জলন্ত আমাজনের বিষাক্ত বাতাসে আমার দম বন্ধ হয়ে আসছে
আমি নিঃশ্বাস নিতে পারছি না।
আমি অচ্ছুৎ বাবু কাহার।
তোমার সাধের ভারতকে স্বচ্ছ রাখতে প্রতিদিন ডুব দিই আবর্জনার অন্ধকূপে।
প্রতিদিন মৃত্যু এসে পরোয়ানা দিয়ে যায়।
তুমি কি শুনতে পাচ্ছো?
আমার দম বন্ধ হয়ে আসে,
আমি নিঃশ্বাস নিতে পারি না।
আমি পৃথিবী।
অসভ্য সভ্যতা তুমি কি শুনছো?
তোমার চিমনির কালো ধোঁয়ায় আমার দম বন্ধ হয়ে আসছে,
আমি নিঃশ্বাস নিতে পারছি না।
চেয়ে দেখো সভ্যতা,
আমরা হাজার হাজার ফ্লয়েডরা এগিয়ে আসছি তোমার সাধের সাদা বাড়িটার দিকে।
নতজানু তোমার দম্ভ।
আমরা এগিয়ে চলেছি
মুক্ত পৃথিবীতে বুক ভরে নিঃশ্বাস নিতে।
“Yes, we shall breath!”