ভালোবাসা ঠিক হয়নি
লেখা – প্রলয় দাস
গ্রাফিক্স – নিকোলাস
আমাদের প্রেম হয়েছে ঠিকই,
তবে ভালোবাসাটা ঠিকঠাক হয়ে ওঠেনি।
পায়ে পা মিলিয়ে পাশাপাশি হাঁটা হয়েছে বহু পথ,
আঙুলে আঙুল ছোঁয়াও হয়েছে,
তবু তুমি আমার হৃদয়টা ঠিক ছুঁতে পার নি!
রাত জেগে টেলিফোনে বহু আলাপ হয়েছে ঠিকই,
তবে ও-প্রান্তের তুমি-টা আমার
অনুভূতিগুলো একটুও বুঝে উঠতে পার নি!
তোমার দৈনিক নিয়মমাফিক রুটিনে
আমি জায়গা করে নিয়েছিলাম ঠিক,
আর দশটা প্রেমের নিয়মে আমরাও চলেছি।
তবু তোমার হৃদয় প্রাঙ্গণে ঠাঁই জোটেনি আমার!
তোমার হঠাৎ করেই হারিয়ে যাওয়া
আমায় বারবার জানান দিয়েছে;
আমি ভুল করে ভালোবেসে প্রেম করেছি ঠিকই,
তবে তুমি আমায় ঠিক ভালোবাসতে পারনি।
আমাদের ভালোবাসাটা আর ঠিকঠাক হয়ে ওঠেনি।