আমায় দেখ, দেখ আমার হাত পাতা জীবন
পাবে আমায় মন্দির মসজিদ গির্জায় – সর্বত্র
করুণার প্রলেপে ঘৃণার বাস্পে কিম্বা কোনো ক্রোধে
ছুঁড়ে দেওয়া কিছু – আমার বাঁচার রসদ।
ঐ ফটোগ্রাফার আমায় দেখে
নাকি সে খুঁজে ফেরে জীবনের রূপ
উদগ্র আগ্রহে আদিম প্রবৃত্তিতে আছি টিকে।
তুমি কী কখনো ঝাঁকি দিয়ে দেখেছো ভিতর
ছুঁড়ে দেওয়া ফেলে যাওয়া মুদ্রাগুলো কুড়োত কুড়োতে
হিসাব কষি ভাবি।
তুমি কী কখনো পেয়েছো দেখতে
তোমার হাত পাতা জীবন!
Look at me, look at my ‘asking’ life
You will find me in temples, mosques, churches – everywhere
In the coating of compassion, in the steam of hatred or in any anger
Something to throw away – their my livelihood lies.
The photographer sees me
Or he finds the form of life back in me?
I am in the primitive instinct with keen interest of survival.
Have you ever shaken your inside core?
I think, I re-asses, while collecting the coins thrown towards me.
Did you ever felt, what you’ve ever got?
Life, a life with your begging hands!
Read on Facebook: Follow this Link