আকাশ তোকে ডাক পাঠায়

 

 

আকাশ তোকে ডাক পাঠায়

লেখা : দেবশ্রী সিংহ

ছবি : অভি

 

 

এই মেয়ে তোর ঘর কোথা বল
সঙ্গী আমার হবি?
আকাশ যখন ডাক পাঠাবে
আমার সঙ্গে যাবি।

ঘর কোথা তোর বলবি কি তুই
জানতে ইচ্ছে করে,
হাত বাড়িয়ে ধরব তোকে
একটি বারের তরে।

নীরব চোখে তাকিয়ে আছিস
প্রশ্ন আঁকা চোখে,
সেই চোখেতে হারিয়ে গিয়ে
খুঁজব না হয় তোকে।

ইচ্ছে তো হয় তোর আকাশে
উড়িয়ে নিয়ে যাই,
সেইখানেতে মন হারিয়ে
তোকে যদি পাই।

সবুজ ঘাসে, আকাশ নীলে
সাজবে মোদের বাড়ি,
একমুঠো রোদ ছড়িয়ে দিলেও
মেঘ দেবে না আড়ি।

অ্যাই মেয়ে তুই শুনেই যাবি,
বলবি নে কি কথা?
বলনা এবার মনটা খুলে
এমন কি তোর ব্যথা?

বন্ধু হয়ে থাকব পাশে
দিলাম তোকে কথা,
বুকখানি মোর মুক্ত আকাশ
আসবি কি তুই হেথা…?