এবার নিয়ে ছ’বার হল

এবার আমি আশায় ছিলাম
সিওর হবে দেখা,
সকাল সকাল লাইনে তাই
দাঁড়িয়ে ছিলাম একা।
কামিয়ে দাড়ি বাগিয়ে টেরী
তোমার চয়েস করা
পাঞ্জাবিটা চড়িয়ে গায়ে
দু চোখ আশায় ভরা।

তেজটা রোদের ক্রমেই বাড়ে
লাইন এগোয় ধীরে,
আমার দুচোখ তোমায় খোঁজে
শতেক লোকের ভীড়ে।
একটা সময় অবশেষে
পৌঁছে গেলাম আগে,
তোমার দেখা পাওয়ার আশা
তখনো মনে জাগে।

নখের ডগায় লাগলো কালি
বুক করে ঢিপঢিপ
আমার সইয়ের নীচেই দেখি
তোমার আঙ্গুল টিপ।।।
যখন ছিলে বললে তোমায়,
“এখন না হয়, পরে”
কতবার তো ভোটের দিনে
রয়েই গেলে ঘরে।
মরার পরে ভোটের নেশা
বাড়ল এমন কিসে?
দাওনা দেখা, ভোট দিয়ে যাও
কখন হাওয়ায় মিশে।

লেখাঃ অরিন্দম

ছবিঃ কুণাল

Ebar niye cha bar holo    |    Arindam     |     Kunal    |     www.pandulipi.net     |    Bengali     |     Poem    |

Author: admin_plipi