আগুন আমার সহচর। ভিতরে বাইরে আগুন আমায় নিয়ে খেলা করে। বুঝতে পারি বেঁচে আছি। শেষ সহবাসের অপেক্ষা। এই লাল শাড়ি পরেই শীতল শরীরে তার আগ্রাসী আলিঙ্গনে লাল হতে হতে দু’জন মিশে যাবো ছাই হয়ে আদি জন্মদাত্রী কোলে।
Fire is my companion. The fire inside and outside dwindles with me. I can just feel, I am alive. Waiting for the last intercourse. One day wearing this red sari, in her aggressive embrace, with a cold body, the two of us will merge into ashes, thereby returning to the eternal creator-mother.
Read on Facebook: Follow this Link