লিখেছেন : ব্রহ্মানন্দ
ছবি : রাজশেখর
পারের দিকে
চলা এক পথিক।
জীবন খোঁজা,
কোনো এক
অন্ধকারের যাত্রী।
সোনার থালায়
ধীরে ধীরে
গোধূলির কমলা রং,
নীল চাদরে জড়াতে জড়াতে
কখন এল
কালো এক উজ্জীবিত আঁধার।
রাত আটটা সাতচল্লিশ!
ক্লান্ত শহর ছুটেছে তবুও।
ক্লান্ত পাতায় ডেকেছে
শান্ত বাতাসের ডাক।
ক্লান্ত শিশিরেরা
কখন চেয়েছে
সেই পথিককে,
সেই ছেলেটাকে।
দু’একটা বাদুড়,
দু’একটা গন্ধপোকা,
কখন যেন যায়
শুনে কথা;
তাও যায় না বোঝা।
আটটা সাতচল্লিশের সুচরিতা,
হঠাৎ মায়ায় বলে,
“খুব আনন্দ পেয়েছি!”
ধীরে ধীরে
‘আটটা সাতচল্লিশ’
কোথাও যেন যায় দূরে।
কলঙ্ক জড়ানো পথে
ছেলেটা খুঁজে মরে;
সেই আটটা সাতচল্লিশের
চেনা-অচেনা সুচরিতাকে!
Aat ta Satchollish | Brahmananda | Rajsekhar | www.pandulipi.net | Bengali | Poem | Story |