জন্মের প্রথম শুভক্ষণ
লেখা : দেবশ্রী সিংহ
অনেক গুণী, বিদুষীর ভীড়ে, কত অনুরাগিনী মাঝে
আর এক আমি অতি সাধারণ মেয়ে হে রাজরাজ বিশ্বরাজ…
তোমারই দেওয়া শব্দমালায় নূতন দিনে রবি কিরণে গেঁথেছি যে মালা পরম যতনে তোমারে সে মালা পরাব আজ।
চরণ ধুলায় কুসুম বিছানো নিয়েছি সে ফুল হাতে…
শতফুল তুলে রচেছি এ মালা আজি শুভ লগ্নের এই প্রাতে।
চন্দন ফোঁটা শুভ্র ললাটে যেন সূর্যের প্রভা…
তোমার ছটায় দীপ্ত করেছ আজি এ জগত সভা।
তুমি রাজরাজ বিশ্বরাজা ফিরে এসো বারেবার…
সৃষ্টিতে তুমি স্রষ্টাও তুমি নয়নের মাঝে পাই আবার।
তোমার আসনে বিরাজ তুমিই নবরূপে নব বরষে…
তোমার গানে মুখরিত হোক শুভ জন্মের ক্ষণ হরষে।
তোমারে বর্ণিতে শব্দ কুসুমে হল সারা আয়োজন…
রয়ে যাবে হৃদি মননে তোমার
শুভ জন্মের এই ক্ষণ।