বিভীষিকা

বিভীষিকা ।। লিখেছেন তুলসী কর্মকার

তিক্ত জীবন হারাতে অস্থির সময়…
প্রলোভ দেখিয়ে মেলাতে নিয়ে গেলে,
সুইসাইড প্রদর্শনী চলছে, প্রশ্ন করলে অসহিষ্ণু মরণ দেখতে রাজি?
আঁতকে উঠে ঘাড় নাড়ি…
অ্যাক্সিডেন্ট দেখিয়ে জানতে চাইলে এমনতর ছিন্নভিন্ন দেহত্যাগ পচ্ছন্দ?
না! মার অথবা মর খেলা দেখালে রাজি হলাম না।
কংক্রিট চাপা প্রাণ ক্রমাগত চিৎকার করতে করতে মরে যাচ্ছে…
জানিয়ে দিলাম একেবারে অপচ্ছন্দ।
উৎসবের একপ্রান্তে নলের মুখ দেখিয়ে হুমকি দিলে,
ঢুকে পড় পিছনে রাস্তা বন্ধ, এগিয়ে চল…
প্রাণপণে শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য পেরিয়ে হঠাৎ নল মুক্ত আকাশ।
মরবার আকুতি তখন শেষ হয়ে গেছে…।

Author: admin_plipi