চেনা-অচেনা

 

 

পাড়ার চেহারা যায় নিয়ত  বদলে,
নদীর পুরোনো ঘাটে  আলো নিয়নের।
বট গাছ কেটে ফেলে সাত তলা মল,
সাইকেলে দেখা নেই ডাক পিয়নের।

পুরোনো পাড়ার খোঁজে ফিরলে কখনো,
অচেনা হয়েছে আজ চেনা পথঘাট,
সার সার রামধনু রঙ দিয়ে আঁকা
সুখী গৃহকোণে ঠাসা ফুটবল মাঠ।

পুরোনো খেলুড়ে সাথী নেই কেউ আর,
সময়ের স্রোতে ভেসে গেছে হেথা হোথা।
অচেনা মানুষে ভরা চেনা সেই পাড়া,
হারানো সে শিকড়ের টান খোঁজা বৃথা।।

 

 

লেখা ও ছবিঃ অরিন্দম

 

Chena Ochena  |     Arindam     |     Arindam    |     www.pandulipi.net     |    Drama     |    Poem     |    Bengali

Author: admin_plipi