আলো

আলো ।। লেখা : প্রসূন হালদার ।। ছবি : কুণাল

শহর ভাসল, ভাসল স্বপ্ন
হৃদয় রিক্ত, ছারখার।
ঠিকানা হারাল কত শত নাম
শেঁকড়হীন বারবার।

বই ভেসে গেল জলের তোড়ে
মনের ভেতর হাহাকার,
ক্ষতি শুধু শিল্পের নয়
দমবন্ধ রুজি রোজগার।

শিক্ষার ক্ষতি বড় বাঙ্ময়
মননে আনে অন্ধকার,
সমাজ ঋণী বই এর কাছে
শোধের দাবি নেই যার।

তবে বিশ্বাস আছে, এতটুকু জানি
জ্বলবে আলো, শুনি আকাশবাণী।

Author: admin_plipi