বৃষ্টি তুমি এলে
কলমে:- কবি ও সাহিত্যিক সুলতা পাত্র
রুপসা দিঘির পাড়ে, কালবৈশাখী ঝড়ে ভিজলাম আমি,
তোমরা হয়তো বলবে আমি কবি, এক প্রকৃতিপ্রেমী।
আমার মন খারাপ, হয়তো বৃষ্টি সেটা বোঝে,
চোখের জল মুছিয়ে বলল, যাও মন দাও গিয়ে নিজের কাজে।
ঘরে ফিরে যাও মন দিয়ে খাতা ভর্তি করে লেখো আবার,
ভীষণ ব্যস্ত মোরা কাজ সেরে, তোমার সাথে অনেক কথা বলব আবার।
নব উদ্যমে এক পৃথিবী লিখব আমি, মনে মনে ভাবলাম,
সঙ্গী হল কাগজ-কলম, নতুন আশায় বুক বাঁধলাম।
অনেকদিন ভালো লাগার, ভালোবাসার কথা হয়নি,
হয়তো বা কেউ তেমন করে আর শুনতে চায়নি।
কতদিন মালতীলতা ফুলের গন্ধ, আমার কাছে আসেনি,
কতদিন কৃষ্ণচূড়া ফুলে ভরা, গাছ দেখা হয়নি।
বকুলের মালা কেউ যে গেঁথে দিতে বলেনি,
কটা স্বর্ণ চাঁপা ফুল কেউ এনে হাতে দেয়নি।
অঞ্জনা, আমার লেখা পড়ে বলেছিস, বিষণ্ণতাকে বড্ড বেশি প্রশ্রয় দিয়েছি,
হয়তো তাই, চোখের জলে ভেজা মনের কথাগুলো কবিতায় লিখেছি।
কেটেছে দিন, কেটেছে রাত, লেখার দিকে তাকিয়ে দেখি একটা খাতাও শেষ হয়নি,
বৃষ্টি এলো ঝমঝমিয়ে, বলল এখনও লেখায় মন দাওনি?
মেঘাচ্ছন্ন মন দিগন্ত, কেন বারে বারে আকুল অধীর হয়?
বিষন্ন হৃদয় কেন কেঁদে কেঁদে তৃষিত-তাপিত রয়!
বৃষ্টি তুমি কি এলে আজ, আনন্দ-শিখার, বিজলী- প্রদীপ জ্বেলে?
আমায় সাহস দিতে কি তুমি, নিশীথ-গগন-অঙ্গনে এলে?
আসুক টর্নেডো, আসুক টাইফুন, আসুক ঝঞ্ঝা, ঘূর্ণিঝড়!
ধুয়ে যাক, মুছে যাক, মোর জীবনের বেদনার বালুচর।