মনে পড়ে?

স্বপন নাগ

ঘুড়ি হয়ে উড়তে পারি
লাটাই যদি থাকে তোমার হাতে;
রোদ ঝলমল আকাশ দেখে
বলেছিলাম শারদসাক্ষাতে,
মনে পড়ে?

সেই ঘুড়িটা কোথায় এখন
আটকে আছে শুকনো গাছের ডালে?
দিন গিয়েছে নদীর সুদূর পারে
শপথ লুকোয় একান্ত আবডালে…

আমার সেদিন হারিয়ে গেছে কবেই
আকাশে আজ উড়ছে ঘুড়ি, পাখি
বাঁধনছেঁড়া পাখির উড়াল দেখে
বুকের মধ্যে ইচ্ছেটাকে আজও পুষে রাখি।

এসো তোমার লাটাই ফেলে, পাশে
দু’হাত মেলে ভাসান টানে যাই
পাখির মতো আকাশ মেঘে মেঘে
দু’জন মিলে এতদিনের ইচ্ছেগুলো ভাসাই।

লেখক: স্বপন নাগ

Author: admin_plipi