বোকা গাধা ।। নিকোলাস
বৈকুন্ঠপুর জঙ্গলের সবচেয়ে বোকা জন্তু হল গাধা। তো একদিন সকাল সকাল শিয়াল, হনুমান, গন্ডার, চিতা সবাই একটা বড় বট গাছের তলায় বসে, গল্প করছিল। এমন সময়ে সেখানে হাজির হল বোকা গাধা। সবাই মিলে ভাবল ওর সাথে একটু মজা করা যাক।
গন্ডার বলল, “ভাই গাধা, যে যাই বলুক, আমার কিন্তু মনে হয় ঘোড়ার চেয়ে তোমার গায়ে জোর ঢের বেশি আর দেখতেও বেশি সুন্দর”।
এই না শুনে গাধা তো খুব খুশি। সে আনন্দে ঘোড়ার মতো পেছনে দু পায়ে ভর করে সামনের দু পা উঠিয়ে চিঁহি চিঁহি আওয়াজ করতে লাগলো আর অন্য সবাই হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগল। কিন্তু আসলে তো ও একটা গাধা, তাই টাল সামলাতে না পেরে ধপাস করে পড়ল পাশের ঝোপে। ওই ঝোপে ছিল একটা বোলতার আস্তানা। বোলতার দল ঝোপ থেকে বেরিয়েই দেখল সামনে হেসে কুটোপাটি জন্তুর দল। এই না দেখে রেগে, বোলতার দল করল তাড়া। বিপদ দেখে ওদের সে কি দৌড় সে আর কি বলব।
শিক্ষা : বোকার সাথে মজা করা মূর্খামি।