আমার মা নিভেছে

আমার মা নিভেছে
লেখা : সৌমিতা চক্রবর্তী
ছবি : কুণাল


ভালবাসার সময় ফুরিয়েছে…
কারণ আমার মা নিভেছে মালাপ্পুরমে কিম্বা মুজফ্ফরপুরে।
কারণ আমার মা নিভেছে ক্ষিদেতে আর তেষ্টায়,
কারণ আমার মা নিভেছে আনারসে মেশান বিস্ফোরকের থাবায়I

আমার মায়ের আঁচল কিম্বা জরায়ুর উষ্ণ অবয়ব
পড়ে রইল ঐ ভীষণ শীতল প্রেক্ষাগৃহের আনাচে,
পৌঁছে দিও তোমাদের প্রেম-পেলবতার মহড়া শেষ হলেI

আমার ঠিকানা বিহারের কোনো এক প্রত্যন্ত গ্রাম, কিম্বা
হতে না পারা কোনো এক সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কI

বিশ্বাসের সময় ফুরিয়েছে…
কারণ আমার মা নিভেছে খেলার ছলে, কিম্বা অবহেলায়…
কারণ আমার মা নিভেছে এক মুঠো ক্ষিদে আর এক ঢোঁক তৃষ্ণা নিয়ে,
কারণ আমার মা নিভেছে বারুদের স্তূপ মুখে নিয়ে।

আমার মায়ের হাতের আদর কিম্বা না দেখা সেই ফলের বাগান
পড়ে রইল ঐ মোবাইল ফোনের ভিড়ে এক ফ্রেম মৌনতা নিয়ে।
পৌঁছে দিও তোমাদের ছবির স্বার্থে দরদী সাজা শেষ হলেI

আমার ঠিকানা বিহারের কোনো এক প্রত্যন্ত গ্রাম, কিম্বা
হতে না পারা কোনো এক সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কI

মানুষের সময় ফুরিয়েছে…
কারণ আমার মা নিভেছে তোমাদের অন্ধ-বোধের দুর্যোগে,
কারণ আমার মা নিভেছে মানুষ গুলোর হৃদয়-হীনতার ত্রাসে।
কারণ আমার মা নিভেছে মান আর হুঁশের যুগ্ম প্রয়াণ দিবসে।

আমার মায়ের শুকনো জঠর কিম্বা পোড়া মুখবিবর
পড়ে রইল তোমাদের ধ্বংসের শিয়রে,
পৌঁছে দিও এই অন্তঃসারশূন্য বেঁচে থাকা শেষ হলে I

আমার ঠিকানা বিহারের কোনো এক প্রত্যন্ত গ্রাম, কিম্বা
হতে না পারা কোনো এক সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কI

Author: admin_plipi