অঘ্রাণের গগন তলে পবিত্র দূর্বার উপর,
এক আমি অন্যটা তুমি,
নিয়ে দুই বিন্দু শিশিরের কাহিনী,
জানি গো জানি…
চন্দন পূর্ণিমা আর সিঁদুর সূর্যের বিচ্ছুরণ মেখে
তুমি আমারই রানী।
নিশির ললাটে
প্রতিদিনই সুন্দর হও,
অধরা স্পর্শ পাই আজও তার আমার সুখের বুকে,
পাই… আজও অবিরত অসমাপ্ত তা।
কিন্তু আজ অন্য রকম
রূপকথার কাহিনী।
দুই শিশির সজাগ সমস্ত ইন্দ্রিয়ে,
শ্রবণে আসে
অদূর ছায়াপথ সৃষ্টির আছে গান,
সেই গান আমার তোমার…
এই ভাবে মুগ্ধতায় আনন ছোঁব তোমায়
তারার আঁচলের পর, সব হয়ে
জোছনায় নীল তুমি স্নিগ্ধ,
সেই প্রেমের আমি হই রজনী।।
এভাবে খুব চেষ্টা এক হওয়ার,
ভোর হলে দিবস আকাশ সাক্ষী
দুই শিশির জীবন এক হয়ে রচেছে
তাদের অনুরাগের বিন্দুর বাহুবন্ধনী ।
কলমে – রাজাদিত্য
ছবি – কুণাল
Dui Bindu Sishir | Rajaditya | Kunal | https://pandulipi.net | Emotional | Bengali | Poem