রূপকথা নয়

 

বহুদিন বৃষ্টি দেখি নি, তাই গলার কাছে কান্নাগুলো জমাট বাঁধে উত্তরোত্তর। অসহ‍্য অভিমানে বৃষ্টি না পড়লে আমি কাঁদতে পারি নি কখনো।

জংধরা শিক বেয়ে নেমে আসে শীতকাতুরে রৌদ্র। কালচে সবুজ মনখারাপের স‍্যাঁতস‍্যাঁতানি আচারের তেলের মত মজতে মজতে একসময় শুকিয়ে খটখট করে। গুমোট গরমে আকাশে পরতে পরতে জমতে থাকা মেঘের মত পাহাড়প্রমাণ হয়ে ওঠে আমার সযত্নে লালিত দুঃখেরা।
শীতার্ত মেঘেদের ছায়া গুনতে গুনতে আমি এক তীব্র, কামাতুর বৃষ্টির আকাঙ্ক্ষা করি। অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে যে শুষে নেবে আমার সমস্তটা। ডানাভেজা মথের মত অসহায়তায় আত্মসমর্পণ করতে করতে দেখব ধুয়ে মুছে যাচ্ছে আমার একটার পর একটা মুখোশ…!

লী লী করা আঙরার মত তপ্ত গ্রীষ্মের দুপুরে পুড়তে পুড়তে আমি কামনা করি, উন্মত্ত শিবের জটাজালের মত বিসর্পিত মেঘের দাপট থামিয়ে নেমে আসুক সে। কিছু নেই এর কিনার ছাপিয়ে অপরিসীম আশ্লেষে স্পর্শ করে যাক আমার ওষ্ঠাধর।

“সজ়াহ ইয়ে হ‍্যায় কি বঞ্জর জমিন হুঁ ম‍্যায়
জুলম ইয়ে হ‍্যায় কি বারিষো সে ইশক হো গ‍য়া।”

কিছু প্রেমের গল্প রূপকথা হয় না।

 

লেখা : নীপাঞ্জলি
ছবি : নিকোলাস

 

Rupkotha Noy    |    Nipanjali   |    Nicolus    |    https://pandulipi.net    |    Emotional    |    Bengali    |   Abstract Concepts

Author: admin_plipi