মুখোশ

 

হাসিমুখের মুখোশ চাপিয়ে
সারাদিন চলে যায় কোনো রকমে…
সবার মাঝে আমি তখন
দমদেওয়া কলের পুতুলের মত
কথা বলি – হাসি -কাজ করি
কাজ করি -হাসি – কথা বলি।

সন্ধ্যা নামলেই মুখোশটা
জোর করে ছেড়ে চলে যায়
আমাকে নিঃসঙ্গ করে,
নিজের মুখোমুখি দাঁড়াতেও
বড্ড ভয় করে তখন
সব প্রশ্নের উত্তর যে অজানা !

তারপর,
রাত বাড়তেই নিস্তেজ হয়ে আসে স্নায়ু
অনুভূতিরা সব থমকে থাকে
ছটফট করতে থাকি আমি
দমবন্ধ অন্ধকারে, একদম একা;
অপেক্ষা আরেকটা মুখোশ দিনের জন্য।

 

লেখা : মুক্তা
ছবি : অনন্যা

 

Mukhosh    |    Mukta   |    Ananya    |    https://pandulipi.net    |    Emotional    |    Psychology   |   Abstract Concepts   |   Bengali    |   Poem

Author: admin_plipi