শেষ বিকেলের বাংলা

 

 

শেষ বিকেলের বাংলা

লেখা – সুমন ধর

ছবি – রাজশেখর  চৌধুরী

 

 

দূরে দেখো, অস্তরবি
লাল আকাশের মাঝে,
জানিয়ে দিল সকাল এবার
রূপ নিয়েছে সাঁঝে।
শেষ বেলাকার রং মেখেছে
খালের বওয়া জল,
লাল-হলুদে জলের খেলা,
দেখতে যাবি চল।
সদ্য খালি সবুজ খেত
দূর দিগন্তের গায়-
বারে বারে হাতছানি দেয়-
দেখবি যদি আয়।
এই ছবিটা তোমার আমার,
সবার চোখেই দেখা,
শেষ বিকেলের বাংলা যেন
বড় যত্নে আঁকা।
লাল-হলুদে সূর্য ডাকে
আয়না আমার কাছে!
মুগ্ধতাটা নে লুটে নে,
যেটুক আমার আছে।

Author: admin_plipi