অনুভব

অনুভব
লেখা – কৌশিক সেনগুপ্ত
ছবি – নিকোলাস

তোমার প্রখর তাপে শীতল
তোমার ছায়ার স্নিগ্ধতা।
তোমার নৈঃশব্দের গন্ধ মাতোয়ারা
ধুলায় মিশে থাকা রাশি রাশি অক্ষর।

ভোরের আবছা আলোয়
কুয়াশার চাদরে ওম নেওয়া
সোহাগী কাশফুল,
বালিঢাকা নদীর বুকে তোমায় জড়িয়ে থাকে।
ঠিক যেমন চাঁদ ওড়নায় ঢাকে।

এমনি কোনো ক্লান্ত অলস দুপুর,
খিড়কির ফাঁকে এক কোণে দীঘির বুকে ঢেউ গোনা কোনো বক।
আপন মনে নকশা বোনে জালিক, অবগুণ্ঠন খোলে পিপাসী হরিণীর দল।
সন্ধাতারা জ্বেলে যায় নীলকণ্ঠ,
প্রিয়ার খোঁজে সুর তোলে কামুক সম্বর।

পূর্ণিমার জ্যোৎস্না যেমন তোমায় ঢেলে দেয়
দুই হাত ধরে রুপোলি মায়াবী রাত,
যেন কোন মুগ্ধ স্বয়ম্বর
চাতক আমি আজও খুঁজে যাই,
যেভাবে বৃষ্টির প্রথম চুম্বন
তোমার ওষ্ঠ পূর্ণ করে তোলে।

Author: admin_plipi