
একটি রাত্রিকালীন খনন
লেখা : সঞ্চালিকা আচার্য
বুকের ভিতর জল ও সময়, যা কিছু গড়িয়ে যায়-
শোকের বার্তা ছড়িয়ে এক রাশ।
দিন ও রাত্রে ভুলের অনুপ্রাস,
হঠাৎ কখনো গ্রহণ-লগ্নে ছায়ার উপমা পায়।
নির্জনতায় শুনেছো কখনো গভীরের মনোটনি?
সূক্ষ্ম হিংসা ফেলছে বিষ শ্বাস।
সব হারিয়েও আঁকড়ানো বিশ্বাস।
প্রতিদিন শুধু কুঁকড়ে গিয়েছি, তবুও এখনো শুনি-
চাঁদের নীচের নগ্ন জটলা, বৃদ্ধ শ্বাপদী স্বর।
প্রথা-অভ্যাস পাঁজরে ছড়িয়ে ত্রাস,
বিন্দু বিন্দু সুচেতনা ক’রে গ্রাস।
সব মরে যায়, বেঁচে থাকে এক নির্বোধ ঈশ্বর।।
অসাধারণ। ঈশ্বর সদা নির্বোধ। নাহলে মানব মন কি একটু মানবিক করতেন না?
বিশ্বাস আঁকড়ে ঈশ্বর বিশ্বাসী হলে জীবন বিষময়। ভালো লাগলো। লেখিকা কে ধন্যবাদ।
Heart touching. Nice piece of writing.
Nice