মুখোশের আড়ালে

 

অবশেষে হারিয়ে যেতে যেতে

এদিক সেদিক এখানে ওখানে,

ঘুরে ঘুরে স্থির হয়ে দাঁড়ালাম

দেবী মূর্তির মুখোশের আড়ালে।

 

কাঁচা মাটি থেকে কঠিন হলাম

চোখের তারায় এল শাসন ও ক্ষমা ।

বদল হলো মুখের আদল,

স্নেহ করুণা মায়া মমতার রঙে

রাঙা হলো আনন।

আমার নিজের সত্তা ভুলে

শোনা হলো দেখা হলো-

কত কষ্টের মলিনতা

কত অপ্রেমে প্রেম

কত ভক্তিসুধায় অশ্রুধারা

কত আনন্দ  অতি রেশ..

কত অভাবীর মুক্তমন,

কত ভন্ডের রাজবেশ ।

কত আয়োজনে আকুলতা

কত উপাচারে নিয়মাবলী,

কত চাওয়ার নামাবলী…।

মুখোশ উন্মোচন করগো ….

ফিরে যাই সেই দীন ঘরে

হীন আর নই।

 

 

আমার যা আছে রাখি বক্ষ মাঝে

সরলপথে পৌঁছে যাবো

আমার আপন ঘরে ।

আবাহন বিসর্জন তোমাদের উৎসব,

আমার ঘরে চাঁদের আলোয়

বাঁচার মত বাঁচি।।

ফিরে এলাম অর্জিত অনুভবে

কাঁচা মাটির নিজের অবয়বে

জলের সাথে সাথী হয়ে

অনন্ত সুখ জলে।।

 

 

লেখা : শুভ্রা
ছবি : রূপম

Author: admin_plipi