এখানে একান্তে

এখানে একান্তে ।। লেখা : অনির্বাণ সরকার

এখানে আকাশ নীল,
রঙিন ঋতুর ছোঁয়া,
জোছনায় দুধ-ধোয়া
নীরব লহরী ভরা ঝিল;
এখানে পাখির ঝাঁক
প্রতিদিন ভোর-সাথী,
দিবালোক সাঁঝবাতি–
আমার স্মৃতিতে ধরা থাক।
এখানে একান্তে বসে
শুধু যেন হয় মনে–
নিজেরই নির্বাসনে
দূরের তারাও যায় খসে!
এখানে জানিয়ে যাই,
আমার এ-শান্ত নীড়
তোমাদের পৃথিবীর
দিগন্তরেখার পরে ঠাঁই।
এখানে সময় শেষ;
আর ফেরা হবে নাকো,–
তোমরাও ভাল থাকো,
আমিও ভালই আছি বেশ।

Author: admin_plipi