শিশুশ্রম

 

 

 

আজ পৃথিবী নবীন তবে

রবির কিরণ পড়ছে এসে।

দিনের শুরু উনুন দিয়ে

পতিত চা- এর অংশ হয়ে।

ইট ভাটার ঐ চুল্লি থেকে

কাপড় কাচার ধোপার কাছে।

সকল মানুষ স্বার্থ বোঝে

ভুলে যায় আজ আমায় তবে।

শিশু বলে নগ্ন চোখে

দেখছে মানুষ চারিদিকে।

দিন যে কাটে ভয়ে ভয়ে

ঘূর্ণনের ঐ ঘূর্ণি পাকে ।

সাঁঝের শেষে বাড়ির দিকে

কিছু মূল্য হাতে নিয়ে

চক্ষু দিয়ে অশ্রু ঝরে।

জল খেয়ে আজ পেট ভরিয়ে

শুয়ে পড়ি চুপটি করে ।

স্বপ্ন বাঁধি মনের পাড়ে

বড়ো হব সবার মাঝে ।

 

 

 

কলমে – সৌভিক

ছবি – অভিজিৎ

Author: admin_plipi