কবি,তুমি কোথায়?

pandulipi.net-kobitumikothay-bengali-poem-brahmananda

লেখা: ব্রহ্মানন্দ
ছবি : নিকোলাস

কাশের গন্ধ ভরা পথে
এক পা এক পা করে
যখন বাতাস আসে ছুটে;
ঠিক তখনই
হৃদয়ের বারিধারা থেকে
একমুঠো শ্বেত শতদল
উঁকি দিয়ে বলে-
কোথা চলেছো?

শারদিয়ার প্রভাতী ভৈরবী,
শরতের সিক্ত শম্পদলে,-
মাখেয়িছে যেন মুখামৃত চুম্বন।
রাশি রাশি কচি ধান্যে
মুখ দুলিয়ে বাতাস দিচ্ছে খেলা।

আজ,
গঙ্গাসাগরের মৃত স্রোতে-
উঠেছে জোয়ার।
মনের ভাটা
পথে রয়েছে পড়ে।
সুদীর্ঘ সুদূরে শিমুলচাতরা
দিচ্ছে ডাক;
বলছে-
আবার আয় ফিরে তুই
সুচরিতার বুকে।
ইতি-
সুচরিতা

Author: admin_plipi