আহ্বান ও বিদায়
কলমে – ব্রহ্মানন্দ চক্রবর্তী
ছবি – স্বয়ংদীপ্ত রায় সাহা
মায়াময় প্রকৃতির বুকে,
যেদিন প্রথম তোমায় দেখেছিলাম,
সেদিন তুমি বলেছিলে-
“ওগো মোর প্রিয়, যেওনা আমারে ছেড়ে।”
শ্রাবণঘন প্রকৃতিতে যেদিন
সুন্দর নীলিমার মত ছিলে দাঁড়ায়ে,
তখন তুমি বলেছিলে..
“অঝোর অবিশ্রান্ততায় দাওনা মোরে ভাসায়ে-
দাও না তোমার পরশ!”
পৌষের রাতে আবিষ্ট ধরা
প্রাণ যায় কেঁপে,
ধরা দিয়ে তুমি বললে-
“ওগো, উত্তাপে উত্তাপে উষ্ণ হোক মোর তনু।”
নিদাঘ কালে,
প্রাণ যেথা ওষ্ঠাগত
বিন্দু বিন্দু সিন্ধু যেথা যায় শুকায়ে,
তেমন কালে দূর হতে
শুধু তুমি, সেই তুমি..
“রেখো না মোরে এ ধরায় তৃষিত,
মুক্ত হও তুমি,
মুক্ত হই আমি।।”