পরিচালক।। লেখা : তুলসী কর্মকার
পর্ব ১
মধ্যরাত… গদিতে ঈশ্বর
সৃষ্টি পালন ধ্বংস করছেন।
পর্ব ২
একটি বাক্সে হরেক ধর্ম আছে,
এক এক করে স্বহস্তে বিতরণ করছেন।
পর্ব ৩
লম্বা লাইন… জীব জড় সকলে হাজির,
যে যা পাচ্ছেন নিয়ে খুশি হচ্ছেন।
পর্ব ৪
হঠাৎ বাক্স শেষ!
মানুষ অবাক হয়ে দেখছেন।
পর্ব ৫
ঈশ্বর: হে মানুষ, তুমি কী চাও?
মানুষ: আশীর্বাদ।
ঈশ্বর: দিলাম। কী করবে এখন?
মানুষ: নাটক পরিচালনা।
অতঃপর ঈশ্বর দীর্ঘশ্বাস ছাড়তে ছাড়তে আকাশের দিকে তাকালেন!
নেমে এল ইতির কালো পর্দা।