বর্ষ বরণ
লেখা: দেবশ্রী
ছবি – রাজশেখর
আমার একলা আকাশ মেঘলা কেন বর্ষশেষের রাতে,
ওর নীল নীলিমায় হারাই এসো সবাই এক সাথে।
দুঃখ-রূপী কালো মেঘের মুছিয়ে দিয়ে কালি,
রামধনুর ওই সাতটি রঙের
রঙিন মশাল জ্বালি।
আকাশের ওই রামধনু রং
ছড়িয়ে পড়ুক সেথায়,
আলোক ঝর্ণা ঝরতে চেয়েও
আঁধার নামে যেথায়।
অন্ধজনে দেব এনে
প্রজাপতির ডানা,
দু’চোখ ভরে দেখবে জগত
কেউ করেনি মানা।
পৃথিবীময় ছড়িয়ে পড়ুক
চোখ ভরানো আলো,
বলব সবাই স্বর্গ তো নয়
এই জগতই ভালো।
মনের দুয়ার খুলে দিয়ে
জগৎটাকে দেখো,
নতুন বর্ষে আনন্দেতে
সবাই ভালো থেকো।