শহর জানে

শহর জানে
লেখা – কেকা
ছবি – আবির দে


বেলাগাম মন অকারণ উড়ু উড়ু,
আজ তোর জন্য প্রথমবার অসংযমী,
ভালোবাসারা হলুদ শাড়ি মাসকারায়
তোর পাঞ্জাবীতে পিছলালে, বসন্ত পঞ্চমী!

এভাবেই ছিল শুরুয়াত, আদ্যোপান্ত
সাধারণ গল্প, কিন্তু আজও স্মৃতিতে জ্যান্ত….

কিছু উপেক্ষা অপেক্ষাতে জেরবার
চাই না তোমাকে তবুও বুকে উত্তেজনা,
শহর জানে অলিতে গলিতে চাপচাপ
রক্তের সাথে চুমু মিশে বাড়ছে আবর্জনা।

Author: admin_plipi