অন্তরের আলো ।। লেখক – অভীক সরকার
তুই নিজেকে খোঁজ,
তুই হোস না হতাশ।
বিশ্বাস রাখ নিজের উপর,
তোর মধ্যে যে ভগবানের বাস।
ভেঙে ফেল সব শিকল,
নিজেকে কর ভয় হতে মুক্ত।
বিজয় একদিন তোর হবে,
হয়তো এই যুদ্ধে ঝরবে রক্ত।
চরিত্র তোর পবিত্র যখন,
তবে কেন তোর এই দশা?
এই পাপিষ্ঠদের সঙ্গে তুলনা করে,
কেন বাড়াচ্ছিস নিজের হতাশা?
জ্বালিয়ে ভষ্ম কর ওদের পাপের রাজ্য,
কলমকে কর হাতিয়ার।
সূর্যের অংশ তোর মধ্যে বিরাজমান,
মুছে ফেল তুই সব পাপের আঁধার।