প্রজাতন্ত্র ।। লেখা : রাজীব চক্রবর্তী
অনন্ত দর্পে প্রাসাদ শিখরে
যে রঙিন জয় পতাকা ওড়ে,
ফিকে হয়ে যায় একদিন।
সিংহাসন ধুলোয় মিশে যায়,
রথচক্র দাগ পথেই হারায়,
রাজ শিখা নয় যে অন্তহীন।
একচ্ছত্র আকাশের বুকে
বিদ্রোহ দেয় ইতিহাস লিখে,
অজান্তে অগুনিত বঞ্চিত হাতে।
একদিন সব পথ হারাবে সীমানা
থেকে যাবে মানুষ, পরিচয় বিনা
দুঃখ-সুখের ভাগ হবে একসাথে।
এক পৃথিবীর স্বপ্ন সন্ধান
রয়ে যাবে জীবনের ঐক্যতান,
হারাবে মেহনত লুঠের যন্ত্র।
যাতনার সব পথ যাবে দূরে
হাসিগান, কলতান বাতাস জুড়ে,
রাজপথে থাকবে জেগে প্রজাতন্ত্র।