লেখা: মানসী ঘোষ
কভার ডিজাইন: অনিক
বাস্তবতা যদি ফিনিক্স হ’ত !
তার ডানা থেকে আগুন জ্বালিয়ে, ভাত রাঁধতাম।
সেই চুল্লি থেকে দেদার ক্ষুধার্ত
পঞ্চচুৃল্লি জ্বালাতো রন্ধন শালার মধ্যিখানে।
আবার তার ডানায় ভর করে, বানতলা হয়ে ফ্লোরিডা যেতাম মৃতের পাশে দাঁড়াতে।
বলতাম, মৃতের সাথে তোমার লাল হলুদ মিশিয়ে নাও আবার আগুন হয়ে জন্মাতে,
বলতাম, তোমার তুমি জেগে ওঠো পৃথিবীর সমস্ত কিনারায়,
শত শত ফিনিক্স জন্ম নাও এই আকালের দিনে।
ফিনিক্স, আরো পাঁচশো বছর আগুন জ্বালো আরো আলো দিতে।
সব অন্ধকার ঘুচে যাক, বাস্তবতা তুমি ফিনিক্স হও।