“বলি, এটা কি মশকরা হচ্ছে ? সে আসবেটা কখন? ” গোবর লেপা বিশাল উঠোনটার এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা জটলার সবচেয়ে বুড়ো লোকটা হঠাৎ চেঁচিয়ে বলে উঠে আবার চুপ মেরে গেল। সেই বুড়োর একটু দূরেই একটা মেয়েদের জটলা, নিজেদের মধ্যে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে আলোচনা করছে, সে বেটাকে হাতের নাগালে পেলে ঠিক কেমন ভাবে প্যাদানো যেত। ওদিকে, এতক্ষণ যেই মহিলা দালানের এক কোনায় বসে সবার মুখের দিকে বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল আর একটু বাদে বাদে আঁচল দিয়ে কপালের ঘাম মুছ্ছিল, সে হঠাৎ দাঁড়িয়ে পড়লো। মিনমিন করে বলল “মানে বলছিলাম কি, তোমাদের মনে হয় বুঝতে ভুল হচ্ছে কোথাও। ছেলে আমার মোটেও অমন বেয়াদপ নয় গো।” এবার একটু গলা ঝেড়ে আওয়াজ টা চড়িয়ে বলল, ” বিশ্বাস না হয় তোমরা নিজেরাই দেখে নাও, আমার গাছ ভর্তি পেয়ারা। সদাশিব ফিরেও তাকায় না।”
এবার বুড়ো বড্ড রেগে গিয়েছে। তড়াক করে লাফিয়ে উঠে উঠোনের ভিড়ের দিকে আঙুল দেখিয়ে বললো,” তবে কি এতো গুলো মানুষ, ঘরের কাজ ফেলে তোর দুয়ারে কেওন করতে এসেছি? আসুক ব্যাটা। হাতে নাতে প্রমাণ হবে, তোর ব্যাটা গাছে উঠেছে কিনা, পেয়ারা চুরি করেছে কিনা”। বুড়ো গজ গজ করতে করতে হাঁটা হাঁটি করতে লাগলো। জটলার গুনগুন আওয়াজ একটু বেড়ে গেল। ঠিক দরজার মুখ আগলে বসে থাকা কুচকুচে কালো বউটা, বুড়োর দিকে মাথা নাচিয়ে নাচিয়ে বলল,” কেনো আমার যে সেদিন আচার চুরি করলো, সেইটা তো বললি না বুড়ো”? বুড়ো বলবে টা আর কি? ঠকাস করে একটা শব্দ, আর বুড়ো মাথায় হাত দিয়ে মাটিতে প্রথমে বসে পড়লো, তারপর কোঁকাতে কোঁকাতে মাটিতে গড়াগড়ি খেতে খেতে বললো, ” ছাড়বি না, ধর শালাকে। কোন চুলো থেকে একটা আস্ত ডাঁশা পেয়ারা ছুড়ে মারলো”। সবাই ব্যতি ব্যস্ত হয়ে উঠোনের চারিদিক, চালের উপর, পাশের গাছের উপর খুঁজতে লাগলো। সদাশিব এলো কি?
লেখা ও ছবিঃ কুণাল
Sodashib Elo Ki? | Kunal | Kunal | www.pandulipi.net | Comedy | Kids Story | Bengali | Story | Short Story |