মা ।। ডঃ গৌরাঙ্গ সিংহ
মা বলতেন কথায় কথায়
তার মধুর স্বরে প্রায়,
যেদিন প্রথম “মা” বলে ডাকি
আনন্দে মায়ের হয়েছিল অশ্রুঅখি।
`মা’ ডাকে সত্যি জীবনের সূচনা
মা এর হাত ধরে হাঁটতে শেখা।
মা আজ নেই আমার,
চারিধার যেনো আঁধার।
এখনো মনে হয় মিথ্যে,
বেঁচে আছো, হয়তো লুকিয়ে।
নীরব কান্নায় বুক ফাঁটে
নির্জীব স্মৃতিগুলো উঁকি মারে।
হলো না অনেক না বলা কথা,
বোঝা হলো না তোমার চাওয়া-পাওয়া।
তুমি না থেকোও আছো অন্তরে অন্তরে,
শয়নে, স্বপ্নে জাগরণে।
আজ মাতৃদিবসে স্মরণ করি তোমাকে
জানাই প্রণাম তোমার চরণে।