
সম্পর্ক প্রয়োজন : সাইফুল্লাহ সাইফ
সব সম্পর্ক আসলে প্রেমের হয় না।
কিছু মুক্তির সম্পর্ক, কিছু বুদ্ধির সম্পর্ক, কিছু দানের সম্পর্ক, কিছু দেনার সম্পর্ক।
সম্পর্ক ভাঙলে পথে কিছু কাঁটা পড়ে থাকে।
চেনা মুখ অচেনা হয়, বিধ্বংসী কিছু বাসনা হয়।
মনের শান্তি ফুরায়।
তবু সম্পর্কের জন্ম প্রয়োজন – সম্পর্কের মৃত্যু প্রয়োজন।
সম্পর্কের বেড়ে ওঠা প্রয়োজন – সম্পর্কের নাম বদলানো প্রয়োজন।
চিৎকার প্রয়োজন – কখনো কান্না প্রয়োজন।
যুদ্ধ প্রয়োজন, সমঝোতা প্রয়োজন।
ক্ষতের প্রয়োজন, মলমের প্রয়োজন।
বাঁচার জন্য, নিজের সাথে।
কাঙ্ক্ষিত হোক কিংবা অনাকাঙ্ক্ষিত – সম্পর্ক প্রয়োজন।