গাছ এবং তারার কথোপকথন

গাছ এবং তারার কথোপকথন

কলমে – মুক্তা নার্জিনারী

ছবি – অনন্যা

 

 

 

আকাশের সবচেয়ে উঁচু তারাটি
স্বপ্নে এসে চুপিচুপি জানতে চেয়েছিল,
“কেমন আছিস তুই?
এখনো কি একলা রাতে
বালিশ ভেজাস তুই?”
মুচকি হেসে বলেছিলাম,
“গাছের মতই আছি বেঁচে
নতুন রূপের ছোঁয়া নিয়ে,
আছি আমি বড্ড সুখে
দুঃখের খোলস ছেড়ে।”

“মানে?” ফ্যালফ্যালিয়ে চেয়ে
বলে উঠেছিল উজ্জ্বল তারাটি,
“তুই কি তবে সত্যি সত্যিই
আসল গাছের মতই
ভরে উঠিস ফুলে ফলে?”
বলেছিলাম বিজ্ঞের মত –
“আমরা তো সব গাছের মতই
ফুলে-ফলে পাই পূর্ণতা,
কারো ফুল পড়লে ঝরে
অকালে আসে ব্যর্থতা।”

ছোট্ট তারাটি আমার হাত দুটি ধরে
দুঃখী মুখে বলে উঠেছিল,
‘তুই কি পেরেছিস
সত্যি সত্যি গাছ হয়ে
শীতল ছায়া বিলোতে?”
গর্বের সঙ্গেই বলেছিলাম –
“আসুক যতই ঝড় ঝাপটা
দাঁড়িয়ে আমি থাকি একা,
সব রোদ শুষে নিয়েও
থাকি সদা তরতাজা ।”

হাসি ফুটিয়ে প্রিয় তারাটি
যেতে যেতে বলে গিয়েছিল,
“ভালো থাকিস তুই,
দুঃখের মাঝেও হাসি ফুটিয়ে
ভালো রাখিস তুই।”
বলেছিলাম মনে মনে,
“সুখ নেই গো গাছের জীবনে,
বলতে বারণ দুঃখের কথা।
জীর্ণ সব আভরণ ছেড়ে
রচে নিই নতুন রূপকথা।”

Author: admin_plipi