সুখ
লেখা – সুমা আইচ হাজরা
এই সংকটময় কালে, সুখ তুমি কি রুদ্ধদ্বারে আবদ্ধ?
আর অসুখ বিষাক্ত বিষের নাগপাশ থেকে উন্মুক্ত!
অস্তমিত সায়াহ্নে, অবঘুন্ঠিত প্রকৃতির ললাটে সোনালী সূর্যের আভায়,
যেন সুখেরই প্রতিচ্ছবি।
তবুও হাহাকার সুখ- তোমারই তরে,
প্রকৃতির গভীর সংকট কালে,
এ যেন এক অভিশপ্ত অধ্যায়।
মানবিক অনাচার-দূরাচার, সীমাহীন পাপাচার,
ফল্গুধারার মতো প্রবাহিত অন্তঃসলিলায়,
প্রকৃতিকে ধ্বংস করার উন্মত্ত উদযাপনে….
হে রুদ্র বাসুকি, তুমিও ক্লান্ত, ভারাক্রান্ত আজ?
অসুখ জিতেছে তাই,
মানব সত্ত্বার বিরোধিতা করে!
সুখ মুখ লুকিয়েছে, অন্ধকারের আদিম অতল অন্তরালে।
তবে শুভ বুদ্ধির নব উদ্ভাবনের মতোই…
হে সুখ, তুমি জাগ্রত হও,
অরুণিমার নবীন প্রতিভাসে।
Our recent publication on amazon