আগামীর ছন্দ

লিখেছে – তন্মনা

ছবি – কুণাল

 

 

বন্ধ দরজায় টোকা মারা শব্দগুলোর
একটা নিয়মহীন সন্ধ্যা-
আরক্ত অন্য হওয়ার সম্ভাবনা,
সেখানে উপস্থিত হাজার বছর পরে!
মানবতার মুখ ও মুখোশের লড়াই নয়
ভালোবাসার আকাশে উড়ন্ত প্রতিচ্ছবি এঁকে দেবে
দিঘিতটে বদ্ধ তরী।
আর লক্ষ বছরের অজুহাত প্রশ্ন করবে-
“স্বপ্ন ডাকছে তোমায়!”
সময় চিঠি এনে দেবে একদিন না হয় একদিন।
বোধহয় এই পৌনঃপুনিকতাকেই বাঁচার রসদ বলে-
আর সেখানেই রাত্রির পরে ভোর আসবে,
কোনো এক অজানা সন্ধ্যায়!