বিনিদ্র যাপন

 

বিনিদ্র যাপন

কলমে – সুমন ধর

ছবি – সায়ক

 

তখন তুমি মধ্য ঘুমের দেশে,

কিন্তু আমার আসছে নাকো ঘুম।

ঘড়ির কাঁটা, অল্প ঝিঁঝিঁর আওয়াজ,

রাতটা যেন ঘোরতর নিঃঝুম।

 

বিনিদ্র রাত কাটছে বটে আমার,

মাথা জুড়ে সব শব্দরা করে ভিড়,

ওরা কিন্তু আমার বড়ো চেনা-

আমার সাথে যোগটা ওদের নিবিড়।

 

এবার আমার স্বপ্ন দেখা জেগে-

শব্দ গুলো শুরু করে ছুটোছুটি,

মাথাটা এখন কাব্যের আঁতুড় ঘর,

চাঁদ মিললে হেসেই লুটোপুটি।

 

তুমি কিন্তু ঘুমোচ্ছ অঘোরে,

বিনিদ্র রাত বানিয়েছে কবিয়াল,

ব্যথা, যন্ত্রণা, খুশির কবিতা হয়ে,

গুনছে প্রহর কখন আসবে সকাল।

Author: admin_plipi